Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পাকিস্তানসহ বিভিন্ন দেশে স্বাধীনতা দিবস উদযাপন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাকিস্তান, মালয়েশিয়া, কুয়েত ও কায়রোসহ বিভিন্ন দেশে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। রোববার এসব দেশে বাংলাদেশের দূতাবাস অনুষ্ঠানের আয়োজন করে। খবর নিজস্ব প্রতিবেদক ও বাসসের।

পাকিস্তানের ইসলামাবাদে সকালে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে হাইকমিশনার সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

কায়রোয় বাংলাদেশ দূতাবাস দুই দিনব্যাপী কয়েক পর্বে যথাযোগ্য মর্যাদায় ৫২তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা। রাষ্ট্রদূত মনিরুল ইসলাম দূতাবাসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। পরে দিবসটির তাৎপর্যের ওপর আলোচনা এবং দোয়া মাহফিল হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মো. গোলাম সারওয়ার জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর হাইকমিশনের হলরুমে দিবসটির তাৎপর্য নিয়ে তার সভাপতিত্বে ও প্রথম সচিব (রাজনৈতিক) রেহেনা পারভীনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান ও কাউন্সিলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।

কুয়েতেও বিপুল উৎসাহ-উদ্দীপনায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে ভোরে জাতীয় পতাকা উত্তোলন করেন মোহাম্মদ আবুল হোসেন। পরে বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম