Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ভারত থেকে সাইকেলে সাভার স্মৃতিসৌধে এসেছেন যুবক

Icon

যুগান্তর প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানতে ভারত থেকে সাইকেল চালিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসেছেন রবি রায় নামে একজন ট্রাভেল ভ­গার। রবি নিজে একজন বাঙালি, তাই বাংলাদেশে এসেছেন স্বাধীনতার ইতিহাস জানতে। আলাপকালে রবি বলেন, ২০ মার্চ বেনাপোল দিয়ে আমি বাংলাদেশে প্রবেশ করেছি। আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে উপস্থিত হতে পেরে আমি খুব খুশি।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম