Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সাভারে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

দুই হাউজিং কোম্পানির পালটাপালটি অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাভারের হেমায়েতপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে হেমায়েতপুর আলমনগরে যমযম নূর সিটি হাউজিং কোম্পানি এবং সুগন্ধা হাউজিং কোম্পানির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় পালটাপালটি অভিযোগ দেওয়া হয়েছে।

যমযম নূর সিটি হাউজিং কোম্পানির হিসাবরক্ষক আরাফাত ইসলাম তামিম বলেন, বৃহস্পতিবার বিকালে আমাদের হাউজিংয়ের উত্তর-পশ্চিম পাশের জমিতে মাপার কাজ চলছিল। হঠাৎ পার্শ্ববর্তী সুগন্ধা হাউজিংয়ের জাকির হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা আতিকুর রহমান, মাহমুদুল ইসলাম, বাহার, কাউসার, শরিফ, সজীব, আলমাস ও আবুসহ আমাদের বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে। এর মধ্যে আতিকুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহারকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীরা আমাদের একটি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় কাউসার নামে একজনের কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর আগেও একই কায়দায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তবে এসব অভিযোগ অস্বীকার করে সুগন্ধা হাউজিংয়ের ম্যানেজার শফিক বলেন, আমাদের এমডি স্যার দেশের বাইরে আছেন। এই সুযোগে পার্শ্ববর্তী যমযম নূর সিটির লোকজন গোপনে আমাদের জমিতে এসে মাপজোখ করছিল। বাধা দিলে তাদের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের ওপর চড়াও হয়। এতে আমাদের অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সাভার মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্রসাহা বলেন, জমি নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উভয়পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম