Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কালিয়াকৈরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের আন্দারমানিক পূর্বপাড়া এলাকায় শুক্রবার বিকালে একটি সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। উপজেলা আন্দারমানিক পূর্বপাড়া পাকার মাথা থেকে কাশেমের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। দীর্ঘ ১০ বছর যাবৎ কোনো সংস্কার না হওয়ায় এলাকাবাসীর যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। এই সড়ক দিয়ে তৈরি পোশাক কারখানার শত শত শ্রমিক ও পথচারীরা লস্করচালা, মাধবপুর, আড়াবাড়ী, গোবিন্দ বাড়ি, ভবানীপুর, কাশিমপুর, হাতিমারা, জিরানি, সফিপুরসহ ১০ গ্রামের যাতায়াত করছে। এই সড়কে সামান্য বৃষ্টি হলেই সড়ক পানিতে ডুবে যায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লিটন হাওলাদার, রাসেল আহমেদ, ইনজাম সরকার, গোলাম মোস্তফা, আবু হানিফ, রেজাউল করিম, সেলিম খন্দকার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম