Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

Icon

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুগান্তরে ৩০ মার্চ ২০২৩ ‘সাইনবোর্ড-চাষাঢ়া সড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প : ব্যয় বাড়াতে কাজে ধীরগতির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সওজের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস। এতে বলা হয়, সংবাদটিতে প্রকল্পসংক্রান্ত তথ্য সঠিকভাবে তুলে ধরা হয়নি। সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত সড়কের উভয় পাশে বিপুলসংখ্যক বৈদ্যুতিক খুঁটি, আন্ডারগ্রাউন্ড কেবলসহ বিভিন্ন ইউটিলিটি সংস্থার স্থাপনাসমূহ অপসারণে অধিক সময় লাগছে। এছাড়া প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সড়কের শেষ এক কিলোমিটারে অন্য দপ্তরের সঙ্গে সড়ক বিভাগের ভূমির সীমানাসংক্রান্ত জটিলতা থাকার কারণে অদ্যাবধি ওই স্থান সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। তবে অচিরেই ভূমিসংক্রান্ত জটিলতার অবসান হবে বলে আশা করা যাচ্ছে। এসব কারণে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রয়োজন রয়েছে। তবে এই প্রকল্পটি বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে বিধায় মূল্য সমন্বয়ের বিধান নেই। ফলে সময় বৃদ্ধির কারণে ঠিকাদারকে অধিক অর্থ প্রদানের সুযোগ নেই।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনে প্রতিবেদকের মনগড়া কোনো তথ্য নেই। টানা কয়েকদিন সরেজমিন ঘুরে স্থানীয় আশপাশের বাসিন্দা, দোকানপাটের লোকজন, যানবাহনের যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সরেজমিন পরিদর্শনে গেলে যে কারও এ ৭ কিলোমিটার রাস্তার বেহালের চিত্র দৃষ্টিগোচর হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম