বাড়তি টিসিবি’র কার্ড না দেওয়ায় সচিবকে পেটালেন ইউপি সদস্য
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সদরপুরে টিসিবির পণ্য বিক্রির সময় বাড়তি কার্ড না পেয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে পিটিয়েছেন এক ইউপি সদস্য। বৃহস্পতিবার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারের কাছে এ ঘটনায় আহত ইউপি সচিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ওই ইউপি সদস্যকে পুলিশ শুক্রবার আটক করেছে। নির্যাতনের শিকার মো. সরোয়ার হোসেন (৩৬) নারিকেলবাড়ীয়া ইউনিয়নের সচিব। তাকে লাঞ্ছিত ও মারধর করেছেন ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন আকন্দ (৩৮)।
এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিয়ারা নারিকেলবাড়ীয়া ইউনিয়নের টিসিবির পণ্য বিক্রির কাজে নিয়োজিত ছিলেন ইউপি সচিব সরোয়ার হোসেন ও তার সহযোগীরা। টিসিবির ৮টি কার্ড আগেই ওই মেম্বারকে দেওয়া হয়েছিল। কিন্তু টিসিবির পণ্য বিতরণের সময় সচিবের কাছে অতিরিক্ত কার্ড দাবি করেন সুমন আকন্দ। এ নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি সচিবকে মারধর শুরু করেন সুমন। এ ঘটনায় আহত সচিবকে এলাকাবাসী সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
সরোয়ার হোসেন জানান, সুমন আকন্দকে আগে কার্ড দেওয়া হলেও তিনি বাড়তি কার্ড চান। আমি তার এ দাবি না রাখলে তিনি আমাকে মারধর ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় ইউপি সচিব থানায় একটি এজাহার দাখিল করেছেন।
