Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

হাজারীবাগে হামলা ভাংচুর, লুটপাট আহত ২

Icon

পুরান ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর হাজারীবাগে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ দুজন আহত হয়েছে। এ সময় ভাঙচুর ও লুটের ঘটনাও ঘটেছে। শুক্রবার ওই এলাকার সালাম সর্দার সড়কের বালুর মাঠে জমিদারী বিলাস নামক বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-বাড়ির মালিক অলিউর রহমান (৫৫) ও তার বোন সাবিনা আক্তার (৪৭)। সরেজমিন দেখা যায়, পঁচিশটি টিনের ঘর ধারালো চাপাতি দিয়ে বেড়ার টিন কেটে ফেলা হয়েছে। সেখানে পাঁচটি গ্যারেজে থাকা বাইক, লেগুনা, সিএনজি, পিকআপভ্যান ও রিকশাসহ অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করা হয়। মালিকপক্ষের জমি নিয়ে বিরোধের জেরে অসহায় ভাড়াটিয়াদের এসব সম্পদ বিনষ্ট করেছে হামলাকারীরা। প্রত্যক্ষদর্শী কয়েকজন ভাড়াটিয়া সাংবাদিকদের বলেন, জুমার নামাজের পর হঠাৎ করে দুই-আড়াইশ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পরে বাড়ির ভাড়াটিয়াদের ঘরে ঢুকে বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যায়।

অলিউরের ছেলে মুরাদ বলেন, দেড় একর সম্পত্তি নিয়ে প্রতিবেশী আমজাদ সরদারসহ আরও বেশ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা এবং স্থিতি অবস্থা বজায় রাখার জন্য আদেশ রয়েছে। এ নিয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে কারও সাড়া পাওয়া যায়নি। ডিএমপি’র ধানমন্ডি জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম