Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

টঙ্গীতে মারধরের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিল্পনগরী টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় এক কারখানার প্রোডাকশন ম্যানেজার শ্রমিককে মারধরের প্রতিবাদে শনিবার বিক্ষোভ হয়েছে। শ্রমিকরা জানান, কাঁঠালদিয়া এলাকায় বিল্লাহ রিসোর্ট লিমিটেড নামক কারখানার পিএম আশরাফুল ইসলামের সাথে উৎপাদন নিয়ে শ্রমিক জুলহাসের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে পিএম তাকে চড় থাপ্পড় মারে। ঘটনাটি অন্যান্য শ্রমিকরা জানার পর পিএমকে কারখানা থেকে বের করার দাবিতে কাজ বন্ধ রেখে সকালে বিক্ষোভ শুরু করেন। এ সময় কর্মসূচিতে পিএমকে কারখানা থেকে বের করাসহ তার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম