টঙ্গীতে ছয় ডাকাত গ্রেফতার
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছোরা, একটি স্টিলের ফলা, দুটি সুইচ গিয়ার ও একটি চাকু জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার আটপাড়া থানার ইটাখলা চটপাড়া গ্রামের রাজিব, বগুড়া জেলার শাজাহানপুর থানার বড়পাথর গ্রামের সিজান আলী, টঙ্গীর দত্তপাড়া এলাকার ইসরাফিল হাওলাদার, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার চৌবাড়িয়া গ্রামের আব্দুল আওয়াল, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কালী আলী কান্দ গ্রামের রুদন ও একই এলাকার উদয়। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম।
