Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গাছায় নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

গাছা (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরীর গাছা থানার কামারজুরী এলাকায় শনিবার দুপুরে ইমদাদ হোসাইন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ। তিনি যশোর জেলার মনিরামপুর থানার মাছনা গ্রামের ইমানুর রহমানের ছেলে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, ইমদা স্ত্রী বৈশাখী আক্তার ঝুমাকে নিয়ে প্রায় চার বছর ধরে নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের কামারজুরী এলাকার আমির্নুলের ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করে আসছেন। তার স্ত্রী ঝুমা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন।

ঘটনার দিন স্বামী-স্ত্রী সেহ্রি খেয়ে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। পরে স্ত্রী ঝুমা ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে

খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম