Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সব মুক্তিযোদ্ধার নামে রাস্তাঘাট হবে: কাজী ফিরোজ রশিদ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ-সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে সব মুক্তিযোদ্ধার নামে দেশে রাস্তাঘাট করা হবে। এ বিষয়ে একটা আইন সংসদে পাশের অপেক্ষায় আছে। শনিবার রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিজ নামে ‘বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ’ মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফিরোজ রশিদ বলেন, সব মুক্তিযোদ্ধার নামে রাস্তাঘাট করার পরও দেশের আরও অর্ধেক রাস্তাঘাট থেকে যাবে। তাই এই আইন বাস্তবায়নে আমাদের কোনো সমস্যা নেই।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আশা করি ন্যাশনাল হাসপাতাল বিগত দিনের মতো সুনামের ধারা অব্যাহত রাখবে।

এ সময় হাসপাতাল পরিচালক ব্রিগে. জেনারেল (অব) ডা. ইফফাত আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হাসপাতাল গভর্নিং বোর্ডের সদস্য গাজী সরোয়ার হোসেন বাবু, মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম