Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

জাবি শিক্ষার্থীর ভেন্ডিং মেশিন উদ্ভাবন

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সহজেই হাতের কাছে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন পেতে ভেন্ডিং মেশিন তৈরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সবুজ দাশ।

ভেন্ডিং মেশিনটিতে ৫ টাকার কয়েন দিয়ে সহজেই ন্যাপকিন পাওয়া যাবে। স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে মেসেজের মাধ্যমে স্টক শেষ হওয়ার আগেই রিফিল করার জন্য বার্তা দেওয়া হবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে এই ভেন্ডিং মেশিন তৈরি করা হয়েছে। প্রচলিত ভেন্ডিং মেশিনের তুলনায় এর খরচ কম হওয়ায় প্রযুক্তিটি সর্বোত্তম ব্যবহারের সুযোগ রয়েছে।

প্রকল্পটির তত্ত্বাবধান করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদুর রহমান। তিনি বলেন, এই মেশিনটি ১০০-১২৫ ডলারের মধ্যেই তৈরি করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ যদি এটি তৈরি করতে চায় আমরা তাদের কারিগরি সহায়তা দেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম