Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রাজধানীতে দুই হাজার টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুরের লাভরোডে মাত্র দুই হাজার টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সাগর ও শাহেদ। শুক্রবার রাতে এ ঘটনার পরপরই অভিযুক্ত দুই বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল এবং আসামির রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ভুক্তভোগী জাহাঙ্গীরের কাছে দুই হাজার টাকা পেতেন সাগর। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ কারণে জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেন সাগর ও শাহেদ। চলন্ত মোটরসাইকেলে সাগর জাহাঙ্গীরের গলা কেটে দেন। ওই মোটরসাইকেলে শাহেদও ছিলেন। এরপর মোটরসাইকেল থেকে ফেলে দিলে গলাকাটা অবস্থায় জাহাঙ্গীর হেঁটে কিছুদূর যান এবং কয়েকজনের কাছে সহযোগিতা চান। অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যান।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম