অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো বন্ধের দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো বন্ধ করা এবং উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশন। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা খ ম আমীর আলী বলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম বন্ধ থাকায় জেলা প্রশাসককে জেলা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা কমান্ডার বানানো মুক্তিযোদ্ধা সংসদের শুধু অবমাননা করাই নয়, পরিষ্কারভাবে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়েছে। আমরা এই চক্রান্ত থেকে মুক্তি চাই। ১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে একটি সংগঠন উপহার দিয়েছেন, যার নাম ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’। আমরা সেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর দেওয়া পবিত্র সংগঠন ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’কে বীর মুক্তিযোদ্ধাদের কাছে অতিসত্বর ফেরত দেওয়ার বিনীত নিবেদন করছি।
তিনি অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত একটি চক্র রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় টাকার বিনিময়ে সন্নিবেশিত করছে, যা দেশ ও জাতির স্বার্থে অত্যন্ত অবমাননাকর।
