Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

অপকর্মের প্রতিবাদ

কিশোরগঞ্জে ছেলের ঘাড়ে বাবার কোপ

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জে মাদকাসক্ত বাবার অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে ঘাড়ে দায়ের কোপে ছেলে রাব্বি মিয়া গুরুতর জখমের শিকার হয়েছেন। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাবা দানিছ মিয়াকে আটক করেছে পুলিশ। রোববার জেলার শহরতলির শোলাকিয়া গাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দানিছ মাদক ব্যবসায়ী। বাবার এমন অপকর্ম রাব্বির পছন্দ হতো না। তাই প্রায়ই তার বাবাকে এসব নিয়ে সতর্ক করতেন। এরই জেরে বাগবিতণ্ডতার একপর্যায়ে দা দিয়ে রাব্বির ঘাড়ে উপর্যুপরি কোপায়। পরে রক্তাক্ত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম