মেয়র তাপসের বক্তব্যের নিন্দা সুপ্রিমকোর্ট বার অ্যাডহক কমিটির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিমকোর্ট বারের অ্যাডহক কমিটি। কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন রশিদ ও সদস্য সচিব শাহ আহমেদ বাদল রোববার যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেছেন, ২১ মে সুপ্রিমকোর্ট বার অডিটরিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একটি সমাবেশে মেয়র শেখ ফজলে নুর তাপসের ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তৃতা করেন, যা সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের ওপর আঘাত যা বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে। তার এই ধরনের অরুচিকর বক্তব্য বিচার বিভাগের বিচারক ও আইনজীবীদের ভীতসন্ত্রস্ত করার আস্ফালনের স্পর্ধা মাত্র। নেতৃবৃন্দ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শেখ ফজলে নুর তাপসের এইরূপ বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানান।
