মিরপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নাটরের লালপুর এবং রাজশাহী জেলার বাঘা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন। এরা হলেন, মো. ফজলে রাব্বি, মো. রাজন আলী, রন্জু আহম্মেদ।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইমোসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের নামে প্রথমে গ্রুপ খোলেন রাজন। পরে ওই গ্রুপে যারা যুক্ত থাকেন তাদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের বার্তা পর্যায়ক্রমে পাঠান এবং একপর্যায়ে নাম্বার হ্যাং হয়ে গেলে সমাধানের নামে কৌশলে টার্গেটদের ইমোতে ঢুকে তাদের স্বজনদের কাছে পাঠানো বার্তাগুলো পড়ে নেন এবং পরবর্তীতে ওই বার্তাগুলো দিয়ে টার্গেটদের স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। এদিকে পেশায় মুদি দোকানি রনজু। কিন্তু দোকানে বসেই বিকাশ কর্মকর্তা সেজে টাকা হাতিয়ে নেন। অপর আসামি রাব্বি মোবাইল ফোনের অবৈধ সিম বিক্রেতা। রাস্তার পাশে ফিঙ্গারপ্রিন্ট ইসুা করা সিম উচ্চমূল্যে বিভিন্ন প্রতারক চক্রের কাছে ৪-৫ গুণ বেশি দামে বিক্রি করেন। পরে ওই সিমগুলো দিয়ে প্রতারকরা বিভিন্ন অপরাধমূলক কাজ করেন।
