বিরোধীদলীয় চিফ হুইপ নিয়ে স্পিকারকে পালটাপালটি চিঠি
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচন নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে পালটাপালটি চিঠি দিয়েছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি এম কাদের বর্তমান চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামকে নতুন চিফ হুইপ করার অনুরোধ করে চিঠি দিয়েছেন। অপরদিকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বর্তমান চিফ হুইপ মসিউর রহমানকে স্বপদে বহাল রাখার অনুরোধ করে স্পিকারকে পালটা চিঠি দিয়েছেন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমরা দুই পক্ষে থেকে চিঠি পেয়েছি। এটি দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, বৃহস্পতিবার সংসদ অধিবেশনের পর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্ব তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্পিকার ড. শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা স্পিকারকে তাদের নতুন চিঠির বিষয়টি অবহিত করে তার একটি কপিও হস্তান্তর করেন। স্পিকারের দফতরে জমা দেওয়া ওই চিঠিতে মসিউর রহমান রাঙাকে পার্টি থেকে বহিষ্কার ও প্রস্তাবিত চিফ হুইপ কাজী ফিরোজ রশীদের অপারগতার বিষয়টি উল্লেখ করে ফখরুল ইমামকে চিফ হুইপ করার অনুরোধ করা হয়।
এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে গত বছর সেপ্টেম্বরে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও অপসারণ করা হয়। রাঙ্গাকে বহিষ্কারের পর ওই বছর অক্টোবরে ফখরুল ইমামকে বিরোধী দলের চিফ হুইপ করার সিদ্ধান্ত আসে পার্টি থেকে। তবে পরবর্তী সময়ে ওই সিদ্ধান্তে পরিবর্তন করা হয়। পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদকে বিরোধী দলের চিফ হুইপ করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্পিকারকে চিঠি দিয়ে মসিউর রহমান রাঙ্গার পরিবর্তে কাজী ফিরোজ রশীদকে বিরোধী দলের চিফ হুইপ হিসাবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানান। কিন্তু কাজী ফিরোজ রশীদ ব্যক্তিগত কারণ দেখিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ হতে অপারগতা প্রকাশ করেন। যে কারণে ফখরুল ইমামকে বিরোধীদলীয় চিফ হইপ করার প্রস্তাব দেয় জাতীয় পার্টি। পালটা চিঠি দিয়ে মশিউর রহমান রাঙ্গাকেই এ পদে বহাল রাখার জন্য স্পিকারকে অনুরোধ করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
