পাচার করা টাকা ফেরানোর সুযোগ থাকছে না
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘সাধারণ ক্ষমায়’ কম আয়কর দিয়ে বিদেশে পাচার করা টাকা দেশে ফেরানোর সুযোগ আর থাকছে না। একইসঙ্গে বিদেশে রক্ষিত স্থাবর সম্পদ রিটার্নে প্রদর্শনের সুযোগও বাতিল হচ্ছে। এ দুটো বিশেষ সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে। কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোনো নির্দেশনা দেননি।
চলতি বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাধারণ ক্ষমায় বিনাপ্রশ্নে বিদেশে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া। ২০২২-২৩ প্রস্তাবিত বাজেটে তিনভাবে ট্যাক্স অ্যামনেস্টি দেওয়া হয়। প্রথমত বিদেশে স্থাবর সম্পত্তি রিটার্নে ১৫ শতাংশ আয়কর দিয়ে প্রদর্শন। দ্বিতীয়ত ১০ শতাংশ কর দিয়ে অস্থাবর সম্পত্তির প্রদর্শন এবং তৃতীয়ত কেউ বিদেশ থেকে টাকা দেশের আনলে সেই টাকার ওপর ৭ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে প্রদর্শন। বাজেট ঘোষণার পর সব মহলের তীব্র সমালোচনার কারণে সরকার সিদ্ধান্ত থেকে সরে আসে। শুধুমাত্র ৭ শতাংশ কর দিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত পাচার করা ফেরানোর সুযোগ বহাল রাখে। এদিকে গত ১০ মাসে একজনও পাচার করা টাকা দেশে না ফেরানোয় এনবিআর ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুবিধাটি উঠিয়ে দিতে চাচ্ছে। তাই অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় এ বিষয়ে কোনো দিক-নির্দেশনা দেননি।
