Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বন্দরে মাদক সেবন করে ধর্ষণের স্বীকারোক্তি

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বন্দরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ শামীম ওরফে আউয়াল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সদর থানার গাসী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শামীম ওরফে আউয়াল মুন্সীগঞ্জ জেলার সদর থানার গাসী পুকুরপাড় এলাকার রহমান শেখের ছেলে। বুধবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় জনৈক ছিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে। শামীম ওরফে আউয়াল ধর্ষণের কথা স্বীকার করে পুলিশকে জানায়, খারাপ বন্ধুদের সঙ্গে চলাফেরা করে মাদকাসক্ত হয়ে পড়েছি। ঘটনার দিন মাদক সেবন করে অচেতন হয়ে এই খারাপ কাজ করেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম