Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

টঙ্গীতে নবনির্বাচিত কাউন্সিলরের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী ৫৭নং ওয়ার্ডের সদ্য বিজয়ী কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের অনুসারীদের করা হামলা, মারধর, লুটপাট, ও অব্যাহত হুমকির প্রতিবাদে ও এসব অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন নির্যাতনের শিকার এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সম্পাদক শাহ আলম, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক টঙ্গী থানা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন রাসেল, ওয়ার্ড যুবলীগের সাবেক সম্পাদক হারুন অর রশিদ, মোহাম্মদ আলী, জাফর সিকদার, আবু তালেব, খোকন মিয়া, সাঈদ মিয়া, কাজলী বেগম, সকিনা বেগম, রাহেলা বেগমসহ ভুক্তভোগী এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, সিটি নির্বাচনে আমরা দলীয় প্রতীক নৌকার হয়ে কাজ করেছি পাশাপাশি স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী (মিষ্টি কুমড়া) প্রতীকের শেখ নজরুল ইসলামের হয়ে কাজ করি। নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম পরাজিত হলে বিজয়ী কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন সরকারের অনুসারীরা নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে আমাদের ওপর অত্যাচার শুরু করে। তারা আমাদের ঘরবাড়ি দোকানপাটে ভাঙচুর চালায়। আমাদের মারধর করে বাসা বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই হাজী মাজার বস্তি তথা পুরো ৫৭ নং ওয়ার্ডে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থেকে আমাদের রক্ষা করুন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম