Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বন্দরে শীতলক্ষ্যায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বন্দরে ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ যাত্রী সুমনের (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বন্দর খেয়াঘাট সংলগ্ন বটতলা নামক স্থানের শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করে নৌ পুলিশ। নিহত সুমন বন্দরের শাহী মসজিদ খালপার এলাকার বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিনের ছেলে। তিনি শহরের একটি পোশাক কারখানার নিরাপত্তা রক্ষী ছিলেন।

এলাকাবাসী জানান, বুধবার বন্দর খেয়াঘাট দিয়ে যাত্রীবাহী ট্রলারযোগে নদীর পশ্চিমপাড় যাচ্ছিলেন সুমনসহ প্রায় ২০ যাত্রী। ট্রলারটি নদীর মাঝখানে যাওয়ার পর একটি বাল্কহেড যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে না গেলেও ভয়ে ট্রলার থেকে নদীতে লাফিয়ে পড়েন সুমনসহ ট্রলারের ১০ যাত্রী। ৯ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন সুমন। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন যাত্রী। সদর থানা নৌ পুলিশের ওসি আবদুল হাকিম আজাদ জানান, ঘটনার পরই উদ্ধারে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও নৌ পুলিশ। বৃহস্পতিবার সকালে নদী থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম