মুন্সীগঞ্জ বিএনপি নেতা মহিউদ্দিন কারাগারে রিমান্ড নামঞ্জুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গ্রেফতারকৃত মুন্সীগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার, ১ জুন দুপুর ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক মানিক দাস জামিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত পুলিশের ইনচার্জ জামাল হোসেন জানান, সদর থানার ৩৪(৫)২৩ নং মামলায় তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
