Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কালিয়াকৈরে ডিবি পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা ছিনতাই

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং নামক কারখানার চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকা থেকে ওই টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার কর্মকর্তা আজিজুল বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের পুর্চান্দরা এলাকার ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কারখানার চিফ অ্যাকাউন্টস অফিসার আজিজুল হক গত বুধবার দুপুরে ব্যাংক এশিয়া কালিয়াকৈর শাখা হতে চার লাখ ৩৭ হাজার টাকা উত্তোলন করে প্রাইভেটকারে কারখানায় যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া রেলওভার ব্রিজের কাছে পৌঁছলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা অফ-হোয়াইট রঙের একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকার থেকে ডিবি পুলিশের পোশাক পরা তিন যুবক নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে তাকে থানায় যেতে হবে বলে তার প্রাইভেট কারটিতে উঠে বসে। একপর্যায়ে তারা প্রাইভেটকারের ভেতর গামছা দিয়ে আজিজুল হকের হাত ও মুখ বেঁধে তার সঙ্গে থাকা চার লাখ ৩৭ হাজার ৪৮৩ টাকা এবং তার মানিব্যাগে থাকা ৪৬০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে রেখে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম