কালিয়াকৈরে বিএনপির মিলাদ ও সভায় পুলিশের বাধা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়াকৈর উপজেলা বিএনপি ও সব অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার থানা পুলিশের অনুমতি নিয়ে সুত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় প্যান্ডেল করে সভার আয়োজন করে। সভায় ৩-৪শ দরিদ্র অসহায় লোকজনকে বস্ত্র বিতরণ করার কর্মসূচি করা হয়। পুলিশ ওই সভা নির্ধারিত স্থানে করতে না দিলে স্থান পরিবর্তন করে অল্প পরিসরে সভা শেষ করে বিএনপি। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল জানান, কর্মসূচি নেওয়ার আগে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারপর থানার ওসি ওই কর্মসূচি করতে দেয়নি। তিনি বলেন কোন ঘরের ভেতর বা মসজিদে ঘরোয়া পরিবেশে সভা করতে হবে। পরে দলের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদকে ডেকে পাঠান। সেখানে কিছু শর্ত সাপেক্ষে সভা করতে বলা হয়। পরে শর্ত সাপেক্ষে সভা করতে বাধা আসে। পরে ওসির অনুরোধে স্থান ত্যাগ করে পাশের একটি নির্জন স্থানে অল্প পরিসরে সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিয়া। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, সহ-সভাপতি সিরাজুল হক স্বপন, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন।
