তারেক-জোবায়দার মামলা
আইনজীবীদের ওপর হামলায় সুপ্রিম কোর্টে বিক্ষোভ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণের সময় আদালত কক্ষে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে সুপ্রিমকোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশ আইনজীবী অংশ নিয়ে বিএনপি সমর্থক আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদ জানান।
দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিমকোর্ট থেকে মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে সড়কে প্রবেশ করে। বিক্ষোভ মিছিলটি মাজার গেট, কদম ফোয়ারা, জাতীয় ঈদগাহ ময়দান হয়ে সুপ্রিমকোর্টের প্রধান গেটের সামনে আসায় সেখানে সমাবেশ করা নিয়ে পুলিশ ও আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় আইনজীবীদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘কালো কোট আজ রক্তাক্ত’, ‘কালো কোট রক্তাক্ত কেন?’ ‘আদালত কক্ষে পুলিশ কেন?’ ইত্যাদি। বিক্ষোভ সমাবেশে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী।
সমাবেশ পরিচালনা করেন আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করে বলেন, ‘আমাদের সেখানে দাঁড়াতে বাধা দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘দেশে আজ গণতন্ত্র ও আইনের শাসন নেই। আজ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তা থেকে আদালতও রক্ষা পায়নি। আদালতের এজলাসের ভেতরে ডুকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা পুলিশ নিয়ে আমাদের আইনজীবীদের নির্বিচারে আহত করেছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই। আর তার একমাত্র পথ হচ্ছে বর্তমান সরকারের পদত্যাগ। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার মাধ্যমে আমরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’ সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আদালতে মারামারি হচ্ছে এবং বিচারও চলছে। প্রধান বিচারপতি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই।’
