Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ডিইউজে নির্বাচন

শহিদ-খুরশীদ প্যানেল জয়ী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে শহিদ-খুরশীদ প্যানেল পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন হয়। এ প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম (সংগ্রাম), সাধারণ সম্পাদক হয়েছেন খুরশীদ আলম (অর্থনীতি প্রতিদিন)।

সভাপতি পদে শহিদুল ইসলাম ৮৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৪৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পেয়েছেন ৭৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এরফানুল হক নাহিদ পেয়েছেন ৪৯৩ ভোট। এছাড়া সহ-সভাপতি হয়েছেন খন্দকার হাসনাত করিম, রাশেদুল হক ও রফিক মুহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।

সদস্য হয়েছেন-আমীর হামযা চৌধুরী, এম. মোশারফ হোসেন, এম. আনোয়ারুল হক, আবদুল্লাহ মজুমদার, নিজাম উদ্দিন, ফখরুল ইসলাম, তালুকদার এইচ এম নূরুল মোমেন ও রাজু আহমেদ।

বিভক্ত সাংবাদিক ইউনিয়নের এই অংশ বিএনপি ও ডানপন্থি অংশ বলে পরিচিত। এই সংগঠনে ভোটার সংখ্যা ২ হাজার ৩১৭।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম