নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা, আহত ১
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘বৈশাখী রেস্টুরেন্ট’ নামে এক বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন। স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নিউইয়র্কের কুইন্সে এস্টোরিয়ার ৩৬ অ্যাভিনিউ ও ২৯ নম্বর সড়কের কাছে ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
হামলায় আহত ব্যক্তি ওই রেস্তোরাঁর একজন কর্মী। গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সি ভুক্তভোগী এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্তকে খুঁজছে পুলিশ।
রেস্তোরাঁর ভেতরে থাকা নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, লাল হুডি ও কালো মাস্ক পরা একজন বন্দুক নিয়ে রেস্তোরাঁয় ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। পরে নিরাপত্তার জন্য সেখানে অবস্থানরত গ্রাহকরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।
রেস্তোরাঁর মালিক আবু তাহের বলেন, প্রথম দিকে সে ওই দিকে গুলি চালায়। আমাদের এখানে রেস্তোরাঁর ভেতরে অনেক গ্রাহক ছিল। পরে কাউন্টারের পেছনে গিয়ে বন্দুকধারী তৃতীয় গুলি করে আমার এক কর্মচারীকে।
তাহের আরও বলেন, সে (বন্দুকধারী) কিছু বলেনি। সে এসেই গুলি করে পালিয়ে যায়। বন্দুক হামলার পর ব্যবসা নিয়ে তিনি চিন্তিত বলেও জানান।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। ইতোমধ্যে ঘটনার তদন্তে নেমেছে নিউইয়র্ক পুলিশের গোয়েন্দারা। পুলিশ বলছে, হামলার পরপরই বন্দুকধারী দৌড়ে পালিয়ে গেছে। সন্দেহভাজন হামলাকারী এখনো আটক হয়নি। তাকে ধরতে অভিযান চলছে।
সূত্র বলছে, গত সপ্তাহের শুরুতে ওই বন্দুকধারী দোকানের একজন কর্মচারীর সঙ্গে তর্ক করেছিল।
