মহানবীকে অবমাননার অভিযোগ
মিরপুর রণক্ষেত্র পুলিশের টিয়ার শেল
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেসবুকে মহানবীকে কটূক্তি করার অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। এ পর্যায় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিক্ষুব্ধ কিছু লোক মিরপুর ১৩ নম্বরে কেন্দ্রীয় মন্দিরের সামনের একটি লেপ-তোশকের দোকান ঘেরাও করে। এরপর দোকানের মালিক মো. সোহেলকে মারধর করে তারা। এরই মধ্যে আশপাশের কয়েকশ’ বিক্ষুব্ধ লোক ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশ দোকানদার সোহেলকে আটক করে। বিক্ষুব্ধদের অভিযোগ, সোহেল ফেসবুকে মহানবীকে কটূক্তি করে পোস্ট দিয়ে আসছিল।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান রাত ১০টার দিকে বলেন, স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে আটক করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
