Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শ্যামপুরে উদ্বোধন হলো অস্থায়ী রাসায়নিক গুদাম

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুরান ঢাকার শ্যামপুরে উদ্বোধন হলো অস্থায়ী ভিত্তিতে রাসায়নিকদ্রব্য সংরক্ষণের জন্য নির্মিত গুদাম। শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাস্তবায়িত এ গুদাম রোববার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিমতলী ও চুড়িহাট্টা ট্র্যাজেডির যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্ট সবার সহায়তায় এ গুদাম নির্মাণ করা সম্ভব হয়েছে। এ রাসায়নিক গুদামে শিগগিরই প্রকৃত ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া হবে। টঙ্গীতে এ রকম একটি গুদাম নির্মিত হচ্ছে।

অনুষ্ঠানে শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় ঢাকা-৪ আসনের সংসদ-সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, প্রকল্পের ঠিকাদার নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক কমোডর আব্দুল্লাহ আল মাকসুস ও বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম সাইজুল, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম উপস্থিত ছিলেন।

প্রকল্পটি মার্চ ২০১৯ সালে শুরু হয়। এতে প্রাক্কলিত ব্যয় ৭১ কোটি ৪৪ লাখ টাকা হলেও প্রকৃত ব্যয় হয়েছে ৬২ কোটি ৫১ লাখ টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম