মেয়র তাপসের আদালত অবমাননার শুনানি ১৪ আগস্ট
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ এমন মন্তব্য করায় ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেছেন চেম্বার আদালত। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের শুনানি হবে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মহসিন রশিদ। এ সময় চেম্বার আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মামতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলাল প্রমুখ। এর আগে গত ৪ জুন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন আইনজীবী শাহ আহমেদ বাদল।
