Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

টেকসই পরিবেশ সুরক্ষার অঙ্গীকার

বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও সভা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ এ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, বনজ-ফলদ-ওষুধি গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে বক্তারা প্লাস্টিক সামগ্রী পরিহার ও ব্যবহার কমানোর পাশাপাশি টেকসই পরিবেশ সুরক্ষার অঙ্গীকার করেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

গাজীপুরের শ্রীপুরে সোমবার বাংলাদেশ নদী পরিব্রাজক দলের উদ্যোগে বহেরারচালা আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সেমিনার হয়েছে। সেশন পরিচালনা করেন সংগঠনটির সভাপতি সাঈদ চৌধুরী। সাধারণ সম্পাদক শফি কামালের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আমজাদ হোসেন। গাজীপুরে জয়দেবপুর পিটিআই শহিদ আহসানউল্লাহ মাস্টার অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, ডা. মোহাম্মদ সালমান। কালীগঞ্জে ইউএনও মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু। মহাদেবপুরে সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম। বাগমারায় এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে ও একাডেকিম সুপার ভাইজার ড. মোহাম্মদ আব্দুল মুমীতের পরিচালনায় বক্তব্য দেন-উপজেলা ভাইসচেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। দিনাজপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। বক্তব্য দেন জোনাল সেটেলমেন্ট অফিসার মো. সামছুল আজম ও সহকারী কমিশনার আরিফুল ইসলাম। নিয়ামতপুরে ইউএনও ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহববুল আলম। মধুখালীতে ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। বক্তব্য দেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা। সিংড়ায় তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন। চাঁদপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) পলাশ কান্তি নাথ, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শাফায়েত আহমেদ সিদ্দিক। ফরিদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। কুমিল্লায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কুশ বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন ইসলাম। অভয়নগরে ইউএনও মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। জয়পুরহাটে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ফারুক হোসেন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবুল কালাম আজাদ। নাটোরে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার রায়। রাঙামাটিতে আলোচনা সভায় করা হয়। এতে সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মারুফ আহমেদ, সদর ইউএনও নাজমা বিনতে আমিন। কুড়িগ্রামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসেন, জেলা যুব প্লাটফর্মের সভাপতি শাহীন আলম। বাঘায় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুয়েল আহমেদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু। বালিয়াকান্দিতে ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) হাছিবুল হাসান। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে ছাত্র লীগ। কর্মসূচির উদ্বোধন করেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম