Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নারায়ণগঞ্জে আইনজীবী সমিতিতে বিএনপির দোয়া মাহফিল পণ্ড

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় অবস্থিত আইনজীবী সমিতিতে আয়োজিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল পণ্ড করে দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। এ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেলিম ওসমান বার ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

আইনজীবীরা জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। তাদের অনুষ্ঠান চলার সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন জোহর নামাজের কথা বলে মাইক বন্ধ করে দেন। তখন বিএনপি সমর্থিত আইনজীবীরা এগিয়ে এসে ফের মাইক চালু করতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে মারমুখী আচরণসহ ধাক্কাধাক্কি ও হইহুল্লা শুরু হয়। তখন পালটাপালটি স্লোগান দেওয়ায় আইনজীবী সমিতিতে সাধারণ আইনজীবীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় সিনিয়র আইনজীবীরা এসে উভয়পক্ষকে শান্ত করেন। তবে পরে দোয়া মাহফিল আর করতে দেওয়া হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম