জনগণ সুযোগ পেলে সরকারকে সব জায়গা থেকেই বিদায় করবে: হাসান সরকার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, মানুষ যে এখন রাজনৈকিত সচেতন গাজীপুর সিটি নির্বাচনে জনগণ তার প্রমাণ দিয়েছে। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রতি অবিচার করা হয়েছিল বলেই প্রতিবাদ স্বরূপ তার বৃদ্ধ মা জায়েদা খাতুনকে জনগণ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে। আর বিএনপির প্রতি সরকার যে জুলুম-অত্যাচার-নির্যাতন করেছে সুযোগ পেলেই জনগণ ভোটের মাধ্যমে এ সরকারকে সব জায়গা থেকেই বিদায় করবে। তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সোমবার নগরীর রাজবাড়ী রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
