Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বাজুস

দাবি বিবেচনায় না নেওয়ায় হুমকিতে জুয়েলারি শিল্প

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণ হয়নি। সংগঠনের ১২টি দাবির মধ্যে মাত্র একটি বিবেচনায় নিয়েছে সরকার। এতে জুয়েলারি শিল্পকে হুমকির মুখে ফেলেছে।

সোমবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি আনোয়ার হোসেন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন রাসেল এবং বাজুসের সহ-সম্পাদক সমিত ঘোষ অপু। সংবাদ সম্মেলনে বলা হয়, বাজেটে জুয়েলার্স মালিকদের পক্ষ থেকে ১২টি প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার মাত্র একটি প্রস্তাব বিবেচনায় নিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। তারা বলেন, এতে শুধু আমাদের আশাহতই করেনি, পাশাপাশি জুয়েলারি শিল্পকে হুমকির মুখে ফেলেছে। আনোয়ার হোসেন বলেন, সোনার অলংকার বিক্রয়ের ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। সাধারণ ক্রেতাদের ওপর এটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতে অনেক ক্রেতা ভ্যাট দিতে অনীহা প্রকাশ করে। যার প্রভাব পড়ে সরকারের রাজস্ব আয়ে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম