Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন পুরস্কার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সোমবার বিশ্ব পরিবেশ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন হয়। গণভবনে বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ দিবসের জাতীয় কর্মসূচি উদ্বোধন করেন। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. আমিনুজ্জামান মো. সালেহ রেজা এবং বগুড়ার বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০২২ লাভ করে। এছাড়া খুলনার বটিয়াঘাটার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবনানন্দ রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রিভারাইন পিপলের পরিচালক ড. এসএম মফিজুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) জাতীয় পরিবেশ পদক ২০২২ অর্জন করেছে।

আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, রাজশাহী সিটি করপোরেশন, ময়মনসিংহের আব্দুল মতিন ভূঞা, বগুড়া সদরের ট্রি ওয়ার্ল্ড নার্সারি অ্যান্ড এগ্রো, ডিএমপির তেজগাঁও থানা কমপ্লেক্সের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন এবং নোয়াখালীর উপকূলীয় বন বিভাগ (চর আলাউদ্দীন রেঞ্জ) বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ লাভ করে। এছাড়া সামাজিক বনায়নে সর্বোচ্চ লভ্যাংশ প্রাপ্ত ৫ জন পুরুষ উপকারভোগীকে ৫৬ লাখ ২৮ হাজার ৭২৭ টাকা ও ৫ জন মহিলা উপকারভোগীকে ১৮লাখ ৬৯ হাজার ১১৬ টাকার প্রদান করা হয়েছে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম