Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রূপগঞ্জের শীতলক্ষ্যা তীরের ১৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জের কাঞ্চন বাজার এলাকায় শীতলক্ষ্যার তীরভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী ভরাট অপসারণসহ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাঞ্চন বাজার এলাকায় পাকা স্থাপনা ৪টি, আধা পাকা স্থাপনা ৫টি, টিনশেড ঘর ২টি, বাঁশের জেটি ৩টিসহ যথাযথ কাগজপত্র না থাকায় দুটি নৌযানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, শীতলক্ষ্যার দুই তীরে প্রভাবশালীরা অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা করে দখলে নিয়েছেন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম