Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ঢাকার কাছে দিল্লির ব্যাখ্যা

‘অখণ্ড ভারতের মানচিত্র’ অশোকের রাজত্বকালের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সম্রাট অশোকের রাজত্বকালকে বোঝাতে ভারতের নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারতের মানচিত্র’ ম্যুরালটি করা হয়েছে। বাংলাদেশের প্রশ্নের জবাবে ভারত এমন ব্যাখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম জানান, ভারতের নতুন সংসদ ভবনে একটি ম্যুরাল স্থাপিত হয়েছে। যেখানে একটি মানচিত্র রয়েছে বলে আমরা অবহিত হয়েছি। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাথমিক মন্তব্য করেছেন জানিয়ে রফিকুল আলম আরও বলেন, এর ধারাবাহিকতায় আমরা ভারতের কর্তৃপক্ষের কাছ

থেকে যা জানতে পেরেছি-সেটি হলো সম্রাট অশোকের রাজ্যের ব্যাপ্তি, তার নেতৃত্বে সংঘটিত জবাবদিহিতা এবং মানুষের উন্নয়নকেন্দ্রিক শাসনব্যবস্থার প্রতীকী হিসাবে আলোচিত ম্যুরালটি স্থাপিত হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম