Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নতুন কমিটি

আহ্বায়ক দেলোয়ার ও সদস্যসচিব ব্যাকুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৩২ সদস্যের নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. দেলোয়ার হোসেনকে (বাংলাদেশ ব্যাংক) আহ্বায়ক ও আশরাফ-উল-আলম ব্যাকুলকে (জনতা ব্যাংক) সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন হামিদুল আলম সখা। রাজধানীর একটি রেস্টুরেন্টে পরিষদের সভায় বৃহস্পতিবার নতুন কমিটি ঘোষণা করা হয়। এ আহ্বায়ক কমিটি স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করবে। গণমাধ্যমে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন আনোয়ারুল ইসলাম (বাংলাদেশ ব্যাংক), সঞ্জিত কুমার বণিক (সোনালী ব্যাংক), আরিফ পারভেজ (জনতা ব্যাংক), জাহিদ হাসান (অগ্রণী ব্যাংক), দেলোয়ার হোসেন জীবন (কর্মসংস্থান ব্যাংক), নিজাম উদ্দিন (বেসিক ব্যাংক), চৌধুরী বাশার ওয়াদুদ সুমন (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক), মাঈন উদ্দিন ওপেল (আইসিবি ব্যাংক), এসএম আব্দুল বারেক (কৃষি ব্যাংক), ফাহিমা খান (প্রবাসী কল্যাণ ব্যাংক), ফলসাল বিন ওয়াদুদ (বাংলাদেশ হাউসবিল্ডিং ফাইনান্স কর্পোরেশন) ও হাসিবুজ্জামান (বিডিবিএল)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম