চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে মারধর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম জুডিশিয়াল আদালত-১ এ কাজী নুরুল মোস্তাফা বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় আসামিরা হচ্ছেন নাজিম উদ্দিন রুবেল, জসিম উদ্দিন, মেজবাহ উদ্দিন, মনিরুল ইসলাম, আলা উদ্দিন, সামশুদ্দিন ও সবুজ। মামলায় অভিযোগ করা হয়, গত ৪ মে মীরসরাই উপজেলা মিঠানালা এলাকায় বাদীকে কোপানো হয়।
নুরুল মোস্তাফা যুগান্তরকে বলেন, আসামিরা জায়গার বিরোধকে কেন্দ্র করে আমাকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে।
