Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সোনারগাঁয়ে ভুয়া ওসি গ্রেফতার!

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সোনারগাঁ থানার ওসির পরিচয়ে একাধিক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে গরুর মাংস, শাড়ি, থ্রি-পিস, লেপতোশক ও বালিশ নেওয়ার অভিযোগে রাজু আহম্মেদ (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, কুষ্টিয়ার গোপালপুর জিয়ারখী এলাকার মৃত নুর উদ্দিন বিশ্বাসের ছেলে রাজু আহম্মেদ সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল।

সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কয়েক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে গরুর মাংস, শাড়ি, থ্রি-পিস, লেপতোশক ও বালিশ নেওয়ার অভিযোগে এক ভুয়া ওসিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম