হাসপাতাল ব্যবস্থাপনা
কর্মরতদের সঠিকভাবে কাজে লাগাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিদিন সারা দেশে অন্তত ১০ লাখ মানুষ সরকারি হাসপাতালে সেবা নিতে আসেন। তাদের সেবা দেওয়ার জন্য জেলা শহর থেকে একেবারে ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতাল করা হয়েছে। কিন্তু হাসপাতালে কর্মরত কর্মচারীদের নিজ নিজ কাজে অবহেলার জন্যই হাসপাতাল পুরোপুরি পরিচ্ছন্ন হচ্ছে না। রোগীদের সঙ্গে থাকা লোকদের ভিড় থামানো যাচ্ছে না। দালালদের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না। এর ফলে হাসপাতালের সেবার মানও কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যাচ্ছে না। এটি রোধ করতে দেশের সব সরকারি হাসপাতালের নার্স ও কর্মচারীদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি বিশেষ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে সব সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আমাদের লোকবল ঘাটতি আছে ঠিক। তবে যতটুকু সম্পদ আছে সেটি দিয়েই দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে। এজন্য যারা হাসপাতালে কর্মরত আছে তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক খান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা)।
কর্মরতদের সঠিকভাবে কাজে লাগাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল ব্যবস্থাপনা
যুগান্তর প্রতিবেদন
০৪ জুলাই ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিদিন সারা দেশে অন্তত ১০ লাখ মানুষ সরকারি হাসপাতালে সেবা নিতে আসেন। তাদের সেবা দেওয়ার জন্য জেলা শহর থেকে একেবারে ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতাল করা হয়েছে। কিন্তু হাসপাতালে কর্মরত কর্মচারীদের নিজ নিজ কাজে অবহেলার জন্যই হাসপাতাল পুরোপুরি পরিচ্ছন্ন হচ্ছে না। রোগীদের সঙ্গে থাকা লোকদের ভিড় থামানো যাচ্ছে না। দালালদের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না। এর ফলে হাসপাতালের সেবার মানও কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যাচ্ছে না। এটি রোধ করতে দেশের সব সরকারি হাসপাতালের নার্স ও কর্মচারীদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি বিশেষ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে সব সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আমাদের লোকবল ঘাটতি আছে ঠিক। তবে যতটুকু সম্পদ আছে সেটি দিয়েই দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে। এজন্য যারা হাসপাতালে কর্মরত আছে তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক খান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা)।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023