Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার বিক্রি

১০ ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১০ ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ

বেঁধে দেওয়া সীমার চেয়ে বেশি দামে আমদানিতে ডলার বেচাকেনা করায় বেসরকারি খাতের ১০টি ব্যাংকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা বাজারের প্রচলিত বিধি ভঙ্গ করার দায়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে ১০টি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদাভাবে চিঠি পাঠানো হয়েছে।

সূত্র জানায়, এর আগে বেঁধে দেওয়ার সীমার চেয়ে বেশি দামে আমদানি খাতে ডলার বিক্রি হচ্ছে এমন অভিযোগ পেয়ে বিশেষ তদন্ত শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এতে ১৩টি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। পরে তাদের কাছে ব্যাখ্যা তলব করা হয়। ব্যাংকগুলো ইতোমধ্যে ব্যাখ্যার জবাব দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এগুলো পর্যালোচনা করে তিনটি ব্যাংককে সতর্ক করে চিঠি দিয়েছে। বাকি ১০টি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নোটিশের জবাব গ্রহণযোগ্য না হলে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ও দায়ী কর্মকর্তাদের চাকরিচ্যুত করতে পারে। ব্যাংক কোম্পানি আইনে কেন্দ্রীয় ব্যাংককে সে ক্ষমতা দেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) বেঁধে দেওয়া দর অনুযায়ী তদন্তের সময় সর্বোচ্চ ১০৯ টাকা দরে আমদানি খাতে ডলার বিক্রি করার কথা। কিন্তু ১০টি ব্যাংক সর্বোচ্চ ১২০ টাকা দামেও ডলার বিক্রি করেছে। তবে বেশিরভাগ ডলার বিক্রি করেছে ১১৪ থেকে ১১৬ টাকা দামে। যা নির্ধারিত দরের চেয়ে সর্বোচ্চ ১১ টাকা বেশি। এ অভিযোগটি কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে প্রমাণিত হয়েছে।

ব্যাংকগুলো তীব্র ডলার সংকটের মধ্যে আমদানি দায় ও বকেয়া বৈদেশিক ঋণ পরিশোধে বেশি দামে ডলার কিনছে। এর বিপরীতে তারা বেশি দামে বিক্রিও করছে। এতে ডলার বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বাফেদার মাধ্যমে ডলার বিক্রির ও কেনার দাম বেঁধে দিয়ে বাজারে শৃঙ্খলা আনার চেষ্টা করছে। কিন্তু ব্যাংকগুলো ওই নিয়ম মানছে না। নিয়ম মানতে বাধ্য করতে ব্যাংকগুলোকে শাস্তির মুখোমুখি করা হচ্ছে।

ব্যাংক দর্শানো নোটিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম