Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আন্তর্জাতিক হেলথ কেয়ার মেলা শুরু আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো-২০২৩। আজ বেলা ১১টায় শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে এ এক্সপোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দুদিনব্যাপী কয়েকটি সেশনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানীদের অংশগ্রহণে বৈজ্ঞানিক সেমিনার ও চিকিৎসক, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো-২০২৩ এ বাংলাদেশ, ভারত, ইরান, তুরস্ক, থাইল্যান্ড ও মালয়েশিয়ার হাসপাতালসহ ৩০টির বেশি হাসপাতাল ও হেলথকেয়ার পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করবে। এ মেলা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলা দর্শনার্থীদের জন্য বিনামূল্যে পরিদর্শনের সুযোগ থাকছে।

মেলায় পরিষেবা প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ প্রযুক্তি, পণ্য ও পরিষেবা প্রদর্শন করা হবে। এটি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা/পেশাজীবীদের সঙ্গে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা উদ্ভাবন তথ্য আদান-প্রদান, স্বাস্থ্য সেক্টরে পারস্পরিক সহায়তা, নলেজ শেয়ারিং, টেকনোলজি ট্রান্সফারের সুযোগ করে দেবে, যা বাংলাদেশ এবং এর বাইরেও স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।

সংশ্লিষ্টরা জানান, ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো গতানুগতিক হেলথকেয়ার মেলা নয়। এতে বিদেশি হেলথকেয়ার খাতের সঙ্গে দেশের এ খাতের পারস্পরিক সহযোগিতা, সংযোগ ও বন্ধনের নতুন দিগন্ত উšে§াচিত হবে। মেলায় বিভিন্ন দেশের প্রথিতযশা চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকের অংশগ্রহণে ৮টি স্বাস্থ্যবিষয়ক ওয়ার্কশপ ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। অধ্যাপক দীন মোহাম্মদ, অধ্যাপক সামন্ত লাল সেনসহ উলে­খযোগ্য সংখ্যক চিকিৎসককে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম