Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শহিদ ময়েজউদ্দিনের শাহাদতবার্ষিকী পালন

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নানা আনুষ্ঠানিকতায় পালিত হলো ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয় বীর, শহিদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদতবার্ষিকী।

দিবসটি উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে শহিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় পর্যায়ের নেতারাসহ গাজীপুর জেলা, মহানগর, কালীগঞ্জ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে শহিদ ময়েজউদ্দিন স্মৃতিস্তম্ভে¢ ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এ সময় কালীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানসহ স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এবং উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও দরিদ্রদের খাওয়ানো হয়। এতে শহিদের মেয়ে মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে সারা দেশে ২২ দল আহুত হরতালের আহ্বান করে। ওইদিন গাজীপুরের কালীগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মিছিলে শহিদ ময়েজউদ্দিন নেতৃত্ব দেন। ওই সময় কালীগঞ্জ বাজার এলাকায় কতিপয় সন্ত্রাসী তার ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি শাহাদতবরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম