ভারতীয় ভিসা জটিলতা শিগগিরই কেটে যাবে:-সহকারী হাইকমিশনার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নতুন পদ্ধতি চালু করায় কিছুটা ভিসা জটিলতা তৈরি হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানান ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেন, প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ ভিসার আবেদন পড়ছে। আমরা সেগুলো পরীক্ষা করে দ্রুত ভিসা দিচ্ছি। সেইসঙ্গে মেডিকেল ভিসা এক থেকে তিন দিনের মধ্যে দেওয়া হচ্ছে। এ সময় সম্প্রতি হিলি স্থলবন্দরে মাদক উদ্ধারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, মাদকপাচার রোধে দুই দেশের প্রশাসন কাজ করে যাচ্ছে। মাদকগুলো ভারত থেকে আসছে নাকি বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে সেটি ক্ষতিয়ে দেখতে হবে।
বুধবার দুপুরে দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্ট ও হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় সহকারী হাইকমিশনার।
পরে তিনি হিলি স্থলবন্দরে আমদানিকারকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হিলি-ঘোড়াঘাট সার্কেলের পুলিশ সুপার শরিফুল ইসলাম, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, ওসি আবু সায়েম মিয়া, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ও হিলি কাস্টমসের উপ-সহকারী কমিশনার বায়জিদ হোসেন।
