Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

টঙ্গীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ভবন মালিকের

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে নিজস্ব ভবনের ছাদ থেকে পড়ে বশির আহাম্মেদ রিপন (৫৪) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে স্থানীয় সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত বশির আহাম্মেদ রিপন সাহারা মার্কেটের মৃত হুমায়ুন কবিরের ছেলে। এলাকাবাসী জানান, রিপন সাহারা মার্কেটে তাদের নিজস্ব ৫ তলা ভবনে বাস করতেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঘুম থেকে উঠে ছাদে যান। ছাদে যথাযথ নিরাপত্তা বেষ্টনী না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এ সময় মাঝখানে ভবনের একটি রডের সঙ্গে আটকে গিয়ে চিৎকার করতে থাকেন। পরে সেখান থেকেও রিপন নিচে মাটিতে ছিটকে পড়েন। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল­াহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম