Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

তিন দিনের ছুটিতে দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টানা তিন দিনের ছুটির ফাঁদে দেশ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এই তিনদিন সরকারি, বেসরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার বন্ধ থাকবে। এদিকে টানা ছুটির কারণে প্রায় খালি হয়ে যাচ্ছে ঢাকা শহর। উলে­খযোগ্যসংখ্যক চাকরিজীবী এবং পেশাজীবীরা গ্রামে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ এই ছুটির সঙ্গে মিলিয়ে আরও ছুটি নিচ্ছেন। অনেকে বুধবার বিকালেই ঢাকা ছেড়েছেন। এ কারণে বাস, ট্রেন এবং লঞ্চসহ দূরপাল­ার পরিবহণগুলোতে টিকিট সংকট দেখা গেছে। বাড়তি চাপ মোকাবিলায় পরিবহণগুলোকে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও ঢাকার বাইরে পর্যটন স্পটগুলোতে বাড়তি চাপ পড়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম