আওয়ামীপন্থি শিবিরে ভাঙন
জাবিতে শিক্ষকদের নতুন দলের আত্মপ্রকাশ
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আওয়ামীপন্থি শিক্ষক শিবিরে ভাঙনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের আইবিএ-জেইউর অধ্যাপক মোতাহার হোসেনকে আহ্বায়ক ও ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহীকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার অধ্যাপক মোতাহার ও লুৎফুল এলাহীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, আইবিএ-জেইউর অধ্যাপক আইরিন আক্তার, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মালিহা নার্গিস আহ্মেদ, আইবিএ-জেইউর সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।
২০১৮ সালে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষকদের নিয়ে জাবিতে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ গঠন করা হয়েছিল। গত বছর অক্টোবরে নতুন করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি এবং চলতি বছরের ২৫ জুলাই ৫৫ সদস্যের বর্ধিত কমিটি গঠন করা হলে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক শিবিরে অসন্তোষ দেখা দেয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতারা দাবি করেন, বর্তমান উপাচার্য বিতর্কিতদের দিয়ে সংগঠনটির নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্যদিয়ে ব্যক্তি ও সুবিধাবাদী গোষ্ঠীর স্বার্থ হাসিলে চরম স্বেচ্ছাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বিশ্ববিদ্যালয় পরিবারের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে সরকার ও দলের ভাবমূর্তি উন্নয়নে আওয়ামী লীগের মূলধারার একটি শিক্ষক সংগঠন গঠন করা অপরিহার্য হয়ে পড়ে। তাই ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ নামে সংগঠন গঠন করেছি। আমরা এ সংগঠনের পক্ষ থেকে আসন্ন সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করছি।
