Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ইউএনও লাঞ্ছিতের ঘটনা

কালীগঞ্জে আ.লীগের ৫ নেতা বহিষ্কার

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইউএনওসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধুরী। বহিষ্কৃতরা হলেন মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হেকিম, সদস্য জাকির হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির ও ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাইদুল। কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের উসকানিতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আনসার সদস্য এনায়েতুল্লাহ মামলা করেন। মামলায় আলমগীর হোসেনকে প্রধান ও দুই ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম